IQNA

মুসলমানদের ভালোবাসার জন্য প্রাণ দিতে হলো হিন্দু তরুণীর

23:28 - January 10, 2018
সংবাদ: 2604760
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ২০ বছরের এক তরুণী সামাজিক নেটওয়ার্ক হোয়াটসঅ্যাপে লিখেছে, "আমি মুসলমানদের ভালোবাসি"। হোয়াটসঅ্যাপে মুসলমানদের ভালোবাসার কথা প্রকাশ করার জন্য চরমপন্থি হিন্দুরা চাপের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এই হিন্দু তরুণী।

মুসলিম যুবকের সঙ্গে বন্ধুত্ব রাখায় হুমকি, আত্মঘাতী তরুণী

বার্তা সংস্থা ইকনা: কমার্সের অনার্সের ছাত্রী ডানিয়াশের্রী হোয়াটসঅ্যাপে "আমি মুসলমানদের ভালোবাসি" কথাটি লেখার পর অতিদ্রুত সামাজিক নেটওয়ার্কে সম্প্রসারিত হয়। এরপর থেকে চরমপন্থি হিন্দুরা ঐ তরুণীর উপর বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে।
চরমপন্থি হিন্দুদের হুমকির ফলে এই তরুণী মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করে।
চরমপন্থি হিন্দুদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছে এবং এদের মধ্যে কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। তরুণীর মৃত্যু এবং এরসাথে সম্পৃক্ত ব্যক্তিদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
এই তরুণীর মা বলেন: ৪র্থ জানুয়ারি সন্তোষ নামের এক ব্যক্তি টেলিফোনে বেশ কয়েকবার আমার মেয়েকে হুমকি দিয়েছে। এরপরের দিন একদল ব্যক্তি বাসায় এসে আমার মেয়েকে হুমকি দিয়েছে।
তিনি আরও বলেন, এর দু'দিন পর আমার মেয়ে এক বাসায় ছিল এবং তখন সে আত্মহত্যা করে।
মৃত্যুর পূর্বে তিনি তার পরিবারের জন্য একটি চিঠি লিখে যান। চিঠিতে উল্লেখ করেন, চরমপন্থি হিন্দুদের হুমকি তিন আর সহ্য করতে পারছেন না। এছাড়াও এই চিঠিতে আরও উল্লেখ করেন, তার বিরুদ্ধে মুসলমান যুবকের সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে মিথ্যা অপবাদ দিয়েছে।

iqna

ট্যাগ্সসমূহ: পুলিশ ، তরুণী ، ধর্ম ، মুসলিম ، ইকনা
captcha