IQNA

ইমাম মাহদীর (আ.) প্রতীক্ষাকারীদের প্রতি উপদেশ

21:55 - July 08, 2018
সংবাদ: 2606163
ইমাম জাফর সাদীক(আ.) বলেছেন, যুগের ইমাম অন্তর্ধানে থাকবেন, এসময়ে সবার উচিত তাকওয়া অর্জন করা এবং দ্বীনের প্রতি অটল থাকা।


বার্তা সংস্থা ইকনা: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: যারা ইমাম মাহদী (আ.)-এর সাহায্যকারী হতে চায় তাদেরকে প্রতীক্ষা করতে হবে এবং প্রতীক্ষার অবস্থায় পরহেজগার এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।

ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: আমি যদি তার সময়ে হতাম (তার সাক্ষাৎ পেতাম) তাহলে সারা জীবন তার খেদমত করতাম।

ইমাম মাহদী (আ.)-এর প্রতীক্ষা এমন একটি প্রতীক্ষা যা কেবলমাত্র ক্ষেত্র প্রস্তুত হওয়ার মাধ্যমে প্রস্ফুটিত হবে এবং তা ওই সময়ে সম্ভব যখন প্রত্যেকেই শেষ যামানায় বিশ্বমানবতার মুক্তিদাতার প্রতীক্ষায় থাকবে। তিনি এসে তার অনুসারীদের সাহায্যে সবধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে কেবলমাত্র মো’জেযার মাধ্যমে বিশ্বকে সুসজ্জিত করা সম্ভবপর নয়।

ইমাম মাহদী (আ.)-এর প্রতীক্ষা, প্রতীক্ষাকারীদের মধ্যে তাকে সাহায্য করা ও সঙ্গ দেওয়ার স্পৃহা তথা অনুপ্রেরণা যোগায়। মানুষকে ব্যক্তিত্ব ও জীবন দান করে এবং তাদেরকে শূন্যতা ও হতাশা থেকে মুক্তিদান করে।

ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: যারা ইমাম মাহদী (আ.)-এর সাহায্যকারী হতে চায় তাদেরকে প্রতীক্ষা করতে হবে এবং প্রতীক্ষার অবস্থায় পরহেজগার এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।

(গাইবাতে নোমানী বাব১১, হাদীস ১৬, পৃ.-২০০।)

captcha