IQNA

লিবিয়ায় নারীদের জন্য কুরআন হেফজ কেন্দ্রের উদ্বোধন

6:37 - July 09, 2018
সংবাদ: 2606169
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার 'জালু' শহরে শনিবার (৭ম জুলাই) নারীদের জন্য কুরআন হেফজ কেন্দ্র উদ্বোধন হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: নারীদের কুরআনের শিক্ষায় শিক্ষিত করা এবং কুরআনিক সংস্কৃতি বিস্তারের লক্ষ্যে লিবিয়ার 'জালু' শহরে নারীদের জন্য কুরআন হেফজ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে লিবিয়ার এনডাওমেন্টস সেন্টারের কর্মকর্তা এবং জালু শহরের নাগরিকগণ উপস্থিত ছিলেন।
কুরআন হেফজ কেন্দ্রের কর্তৃপক্ষ মুহাম্মাদ বুছমানিয়া জালু শহরের অধিবাসীদের প্রশংসা করে বলেন: এই কেন্দ্রটি লিবিয়ার নাগরিকদের আর্থিক সহায়তার মাধ্যমে দীর্ঘ ৪ বছরে নির্মিত হয়েছে।
দুই তালা বিশিষ্ট এই ভবনে শিক্ষকদের জন্য অফিস রুম, ক্লাসরুম, রান্নাঘর, বাথরুম ও ওযুখানা রয়েছে। বর্তমানে ভবনটির প্রথম তালার কাজ সম্পূর্ণ হয়েছে এবং দ্বিতীয় তালার কাজ অতি শীঘ্রই সম্পন্ন করা হবে।
iqna

 

captcha