IQNA

মিশরের গভর্নরকে কুরআন উপহার দিলেন খ্রিস্টান প্রতিনিধি দল + ছবি

23:54 - September 08, 2018
সংবাদ: 2606658
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের খ্রিস্টান প্রতিনিধি দল সেদেশে মানিয়া প্রদেশের গভর্নর "কাসেম হুসাইন কাসেমে"কে পবিত্র কুরআন এক খণ্ড পাণ্ডুলিপি উপহার দিয়েছে।

‘ইরান ও রাশিয়া যৌথভাবে আমেরিকাকে প্রতিহত করতে পারে’
বার্তা সংস্থা ইকনা: মানিয়া প্রদেশ এবং মাটার শহরের ক্যাথলিক এবং অর্থোডক্স চার্চের প্রতিনিধিদল কাসেম হুসাইন কাসেমের সাথে এক সাক্ষাৎ করেছেন।
এই সভায় খ্রিস্টান যাজক ও সন্ন্যাসীসহ মুসলিম নেতাগণ উপস্থিত ছিলেন। এসময় খ্রিস্টান প্রতিনিধি দল মানিয়া প্রদেশের গভর্নর কাসেম হুসাইন কাসেমকে অভিনন্দন জানায় এবং তা সাফল্য কামনা করেন।
বৈঠকে খৃস্টান কর্মকর্তাগণ মানিয়া প্রদেশের সকল জনগণের মধ্যে ঐক্য, সংহতি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং নাগরিকত্ব সংস্কৃতির শক্তিশালীকরণের প্রতি গুরুত্বারোপ করেন। এসময় তারা সকলকে "জাতীয় সম্মানের জন্য আন্তরিকতা এবং একেশ্বরবাদ" স্লোগান অনুসরণের কথা স্মরণ করিয়ে দেন।
এই সাক্ষাৎকারের শেষে খ্রিস্টান প্রতিনিধি দল কাসেম হুসাইন কাসেমেকে পবিত্র কুরআন এক খণ্ড পাণ্ডুলিপি উপহার দিয়েছে এবং মিশরের জনগণ ও সেনাবাহিনীর সুরক্ষার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
iqna

 

captcha