IQNA

১৫ নভেম্বর থেকে;

ক্রিমিয়া উপদ্বীপে অনলাইনে কুরআন প্রশিক্ষণ কোর্স

23:46 - November 10, 2018
সংবাদ: 2607184
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া উপদ্বীপে বসবাসরত মুসলমানদের জন্য অনলাইনের কুরআন তিলাওয়াত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ক্রিমিয়া উপদ্বীপে অনলাইনে কুরআন প্রশিক্ষণ কোর্সবার্তা সংস্থা ইকনা: ক্রিমিয়ার মুফতি কাউন্সিল অনলাইনের কুরআন তিলাওয়াত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হওয়ার খবর জানিয়েছে।
উক্ত প্রশিক্ষণ কোর্সে আরবি অক্ষর, তাজবিদ এবং রুখানি'র বিশেষ অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদেরকে সূরা হামদ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা কাউসার তিলাওয়াত শেখানো হবে এবং এসকল সূরার তাফসির সম্পর্কে তাদেরকে অবগত করা হবে।
অনলাইনের কুরআন তিলাওয়াত প্রশিক্ষণ কোর্স ১৫ নভেম্বর থেকে শুরু হবে এবং টানা তিন মাস যাবত অব্যাহত থাকবে। প্রতি সপ্তাহে দুই দিন করে মোট ২৪টি ক্লাসের মাধ্যমে এই কোর্স সম্পন্ন করা হবে।
iqna

 

captcha