IQNA

ভারতে খাসী ভাষায় অনুদিত কুরআনের মোড়ক উন্মোচন

17:12 - February 04, 2019
সংবাদ: 2607864
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শিলাঙ্গ শহরের প্রচলিত “খাসী” ভাষায় অনুদিত পবিত্র কুরআনের মোড়ক উন্মোচন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুদিত কুরআনের মোড়ক উন্মোচন করা হয়। ইংরেজি ভাষা থেকে খাসী বা কাহসী ভাষায় একদল অনুবাদক পবিত্র কুরআন অনুবাদ করেছেন। অনুবাদের পর একদল বিশেষজ্ঞ এই পাণ্ডুলিপিটির সম্পাদনা করেন। ২য় ফেব্রুয়ারি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র কুরআনের অনুদিত এই পাণ্ডুলিপির মোড়ক উন্মোচন করা হয়।

“বাহালাঞ্জ স্টোন অফ ইসলাম” ইন্সটিটিউটের পক্ষ থেকে ১২৫১ পৃষ্ঠা বিশিষ্ট খাসী ভাষায় অনুদিত কুরআন শরিফের ৩ হাজার পাণ্ডুলিপি প্রিন্ট করা হয়েছে।

খাসি ভাষা মূলত আস্তারা-এশীয় ভাষা। ভারতের উত্তর-পূর্বাঞ্চল তথা মেঘালয়, আসাম এবং বাংলাদেশের কিছু জনগণ এই ভাষায় কথা বলে। iqna

 

 

captcha